Logo
×

Follow Us

রাজনীতি

‘বিএনপির দলছুট নেতা সাত্তারকে জেতাতে হবে’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ১৯:৩০

‘বিএনপির দলছুট নেতা সাত্তারকে জেতাতে হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির দলছুট নেতা অ্যাডভোকেট আব্দুস সাত্তার ভূঁইয়া। ছবি: সংগৃহীত

বিএনপি থেকে পদত্যাগ করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার ভূঁইয়া। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও দলীয় পদ থেকে পরে বহিষ্কৃত হন তিনি। সেই সাত্তারকে নিয়ে আজ শনিবার (১৪ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আব্দুস সাত্তার সামনে জাতীয় সংসদে আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন। তাই তাকে যেভাবেই হোক জেতাতে হবে।

আজ শনিবার (১৪ জানুয়ারি) গণভবনে আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের যৌথসভার মুলতবি বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বৈঠক সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৈঠকে দলীয় নেতাকর্মীদের আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে কাজ করার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেছেন, আব্দুস সাত্তার সংসদে গিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন। তাই তাকে যেভাবেই হোক জিতাতে হবে।

এদিকে, আজ দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। 

তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ও স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান আলম। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের তিন হেভিওয়েট প্রার্থীর সরে দাঁড়ানোয় আব্দুস সাত্তার ভূঁইয়ার কপাল খুলেছে। তবে এখনো ভোটের ময়দানে আরো পাঁচ প্রার্থী রয়েছেন। ওইসব প্রার্থীদের চেয়ে সাত্তার এগিয়ে রয়েছেন।

উল্লেখ্য, আব্দুস সাত্তার ছাড়া বাকি চার প্রার্থী হলেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা, জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল ও স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫