কারাগারে থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এলএলএম (মাস্টার্স) পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়েছেন আদালত। এক আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আজ বুধবার (৪ জানুয়ারি) শুনানি শেষে এ আদেশ দেন।
পল্টন থানার মামলায় রিজভীর আইনজীবী কারা বিধি অনুসারে পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। রিজভী প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম (মাস্টার্স) করছেন।
রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিপন। সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সমকালকে জানান, রুহুল কবির রিজভী আইনজীবী। তিনি এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স) করছেন। আগামী সপ্তাহে তার এলএলএম এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। কারাগারে বসেই যেন তিনি পরীক্ষা দিতে পারেন কারাকর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh