Logo
×

Follow Us

রাজনীতি

উপনির্বাচনে ভোটার আনতে মাইকিং করছে পুলিশ: মির্জা আব্বাস

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৮

উপনির্বাচনে ভোটার আনতে মাইকিং করছে পুলিশ: মির্জা আব্বাস

মির্জা আব্বাস । ফাইল ছবি

বিএনপির ছেড়ে দেওয়া শূন্য ছয়টি আসনে উপনির্বাচনের কেন্দ্রে কোনো ভোটার নেই। পুলিশ মাইকিং করে ভোটারদের ভোট দিতে ডাকছে। এটাই এ সরকারের অধীনে নির্বাচনের প্রকৃত চিত্র। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে বিএনপির পদযাত্রা শুরুর আগে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমরা চিৎকার করলে, এমনকি চুপ থাকলেও আওয়ামী লীগ ভয় পায়। তারা বুঝে গেছে বেশি দিন ক্ষমতায় নেই। বিএনপির এই নেতা বলেন, বিএনপির পদযাত্রা আওয়ামী লীগের পতনযাত্রা।পদযাত্রায় মানুষের এত ভিড়, সুই ফেলারও জায়গা নেই।

মির্জা আব্বাস বলেন, শান্তিপ্রিয় এ দেশের মানুষ প্রয়োজনে কঠোরও হতে জানে। এ সরকারকে এখন মানুষ বিশ্বাস করে না। তাই এ মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫