গণশুনানি ছাড়াই এক মাসের মধ্যে দুইবার বিদ্যুতের দামবৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান। আজ বুধবার (১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তারা।
বিবৃতিতে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন আজ অতিষ্ঠ। এর সঙ্গে সরকারের জ্বালানিখাতে সঠিক পরিকল্পনার অভাব ও ভুল সিদ্ধান্তের কারণে বারবার বিদ্যুৎ, গ্যাস, ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনকে আরো দুর্বিসহ করে তুলবে।
অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে জনগণকে স্বস্তি দেওয়ার দাবি জানান গণফোরাম নেতারা।
এছাড়া বিবৃতিতে দেশের জ্বালানি খাতের বিশেষজ্ঞদের নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করে এ খাতের দুর্নীতি ও অপচয় রোধে সঠিক পরিকল্পনা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh