কারা-কীভাবে দেশ চালাবে তা দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে ঠিক করবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। আগামী নির্বাচনে তার দল ৩শ’ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি দিচ্ছে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দলটির বনানীস্থ কার্যালয়ে জাতীয় কৃষক পার্টির সঙ্গে মতবিনিময় সভায় দলের চেয়ারম্যান এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, আমরা বিশ্বাস করি একটি নিজস্ব দেশের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিলো। সাধারণ মানুষই হবে দেশের মালিক। দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে ঠিক করবে, কারা-কীভাবে দেশ চালাবে।
তিনি বলেন, যদি ঠিক মতো দেশ না চলে, তাহলে দেশের মানুষ আবার নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করবেন। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন ও সরকার পরিবর্তনই হচ্ছে স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মানুষ সুশাসন চায়, ন্যায়বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা চায়। যেখানে গরীব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াবে সরকার। আমাদের সরকার গরীব ও দুঃখী মানুষের পাশে দাঁড়ায় না। দেশের সম্পদ লুট করে যারা হাজার কোটি টাকার মালিক, তাদের পাশে দাঁড়ায়।
তিনি বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, আমলাতন্ত্রের যোগসূত্রে কিছু ব্যবসায়ী নামধারী লুটপাট করে দেশকে শেষ করে দিচ্ছে। কোনো ব্যবসা নেই, কিন্তু হাজার-কোটি টাকা আয় করছে তারা। যারা দেশের মানুষের সম্পদ লুট করছে তাদের জন্যই সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টি করছে।
তিনি আরো বলেন, দেশে লুটপাটের রাজনীতি সৃষ্টি হয়েছে। যে যতো লুটপাট করতে পারবে, সে ততো সম্মানিত ব্যক্তি। যে যতো বড় লুটেরা, সে ততো দেশপ্রেমিক হিসেবে গলায় মালা নিয়ে ঘুরবে। দুঃখের বিষয় হচ্ছে যারা দেশের জন্য ভালো কাজ করতে চাচ্ছেন, তারা যোগ্য সম্মান পাচ্ছেন না।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, যেহেতু ডলার সংকট সৃষ্টি হয়েছে তাই সরকার সব জমি কৃষি কাজের আওতায় আনতে চাচ্ছে। কিন্তু, যারা কৃষিকাজ করে দেশের মানুষকে বাঁচিয়ে রাখছেন, তাদের বাঁচিয়ে রাখতে তেমন কোনো উদ্যোগ নেই। কৃষকদের বাঁচিয়ে রাখলে আমরা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগবো না।
এ সময় জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ কৃষিতে নীরব বিপ্লব ঘটিয়েছিলেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদারের সঞ্চালনায় জাতীয় কৃষক পার্টির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শেখ আলমগীর হোসেন, শেখ হুমায়ুন কবির শাওন, কাজী জামাল উদ্দিন ও রমজান আলী ভূঁইয়া।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : দেশ মানুষ জি এম কাদের জাতীয় পার্টি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh