রাজধানীর গুলিস্তানে বহুতল ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় দেশের একদিকে যখন আহাজারি, অন্যদিকে তখন আমোদ চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দলের বনানী কার্যালয়ে অন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় দেশের মানুষ শোকাহত। যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সহানুভূতি না জানিয়ে, আনন্দ ফুর্তি চলছে। একদিকে আহাজারি, অন্যদিকে চলছে আমোদ। যখন হাসপাতালে দগ্ধ রোগীরা অসহনীয় কষ্টে কাতরাচ্ছে, তখন রাজনৈতিক নেতারা একে-অপরের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি শুরু করছেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনা ঘটলেই দোষারোপের রাজনীতি শুরু হয়। সরকারি দল বলছে, বিরোধী পক্ষ আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি নাশকতা হয়েই থাকে, তাহলে সরকার নাশকতা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ। নাশকতা ঠেকাতে যারা ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
জাপা চেয়ারম্যান বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলেও স্বজনহারাদের প্রতি সহানুভূতি জানাতে পারত। তা না করে ব্যর্থতা ঢাকতে অপরকে দোষারোপ করা হচ্ছে। এ ঘটনায় নিহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা দিতে হবে। যাদের দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh