বিএনপির বর্তমান আন্দোলন এবং সরকার পতনের হুমকি-ধামকি জনগণের কৌতুকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শনিবার (১৮ মার্চ) সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
বিডিআর বিদ্রোহের আন্দোলনে বিএনপি নেত্রী খালেদা জিয়া সরাসরি জড়িত বলে অভিযোগ করে তিনি বলেন, ঘটনার দিন খালেদা জিয়া ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যান, একাধিকবার কথা বলেন তারেক রহমানের সাথে। এসবের প্রমাণ সরকারের হাতে রয়েছে বলে জানান তিনি।
এ সময় সুপ্রিম কোটের নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সুপ্রিম কোর্টে যত কলঙ্কিত অধ্যায়, তার সবই বিএনপির হাতে রচিত।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh