Logo
×

Follow Us

রাজনীতি

বিএনপির হুমকি কৌতুকে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১৫:৪১

বিএনপির হুমকি কৌতুকে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

বিএনপির বর্তমান আন্দোলন এবং সরকার পতনের হুমকি-ধামকি জনগণের কৌতুকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার (১৮ মার্চ) সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

বিডিআর বিদ্রোহের আন্দোলনে বিএনপি নেত্রী খালেদা জিয়া সরাসরি জড়িত বলে অভিযোগ করে তিনি বলেন, ঘটনার দিন খালেদা জিয়া ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যান, একাধিকবার কথা বলেন তারেক রহমানের সাথে। এসবের প্রমাণ সরকারের হাতে রয়েছে বলে জানান তিনি। 

এ সময় সুপ্রিম কোটের নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সুপ্রিম কোর্টে যত কলঙ্কিত অধ্যায়, তার সবই বিএনপির হাতে রচিত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫