বঙ্গবাজার থেকে পুরনো কাপড় কিনে পরতেন তথ্যমন্ত্রী

২০ থেকে ৩০ বছর আগে ঢাকার বঙ্গবাজারে গিয়ে পুরনো কাপড় কিনে সেগুলো ধোলাই ও ইস্ত্রি করে পরতেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এখন বঙ্গবাজারে পুরনো কাপড় পাওয়া যায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন সেখানে গার্মেন্টসের ভালো মানসম্মত কাপড় বিক্রি হয়। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। কিন্তু এসব চিত্র গণমাধ্যমে সেভাবে আসে না।

আজ রবিবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে ভারত-পাকিস্তানে হইচই হয়। কিন্তু দেশীয় গণমাধ্যমে উন্নয়নের চিত্র সেভাবে উঠে আসছে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। 

ড. হাছান মাহমুদ বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। গণমাধ্যমের বিকাশে কাজও করে যাচ্ছি আমরা। বর্তমানে পাঁচ হাজার অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য আবেদন করেছে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে নিবন্ধন দেয়া হচ্ছে।

তাই শুধু সমালোচনা নয়, বরং সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলোও জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তথ্যমন্ত্রী। সমাজের নানা অনিয়ম-অসঙ্গতি দূর করতে অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরিতে আরও গুরুত্ব দিতে সম্পাদকদের প্রতি আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //