জনসাধারণের ভোটের অধিকার, কথা বলার অধিকার, সাংবাদিকদের সত্য কথা লিখবার স্বাধীনতা হারিয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ৯ মাস রক্তাক্ত সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। যুদ্ধের সময় আমাদের স্বপ্ন ছিল, আশা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের। কিন্তু দুর্ভাগ্য আমাদের, স্বাধীনতার এতদিন পরে এসেও আমাদের গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে। লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে।
আজ রবিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি।
এদিন গণতন্ত্র মুক্ত ও পুনরুদ্ধারে বিএনপি সংগ্রাম শুরু করেছে এবং এই সংগ্রাম চলবে বলে ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘আজকের এই মহান দিনে, স্বাধীনতার শুভলগ্নে আমরা শপথ গ্রহণ করছি। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরে পাওয়া, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনা এবং দেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা যে আন্দোলন শুরু করেছি তা চালিয়ে যাব।’
মির্জা ফখরুল দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। তারেক রহমানকে নির্বাসিত করা হয়েছে। ৩৫ লাখের বেশি নেতাকর্মী ও সমর্থকদের মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh