একমাস রাস্তায় থাকলে এই সরকার থাকবে না: নুর

গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, আমরা যদি একমাস রাস্তায় থাকতে পারি তাহলে এই অবৈধ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভিন্নমত দমনে র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সরকার কর্তৃক গুম, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ’ শীর্ষক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিরোধী দলগুলোর চলমান আন্দোলন প্রসঙ্গে নুর বলেন, এই আন্দোলনকে বেগবান করে আমরা যদি একমাস রাস্তায় থাকতে পারি তাহলে এই অবৈধ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। এই আন্দোলনের মাধ্যমেই ফয়সালা হবে আগামীতে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে না-কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

র‌্যাবের সমালোচনা করে তিনি বলেন, কার্যত র‍্যাব এখন আর কোনো আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় নেই। ভিন্নমত দমনে র‍্যাব এখন একটি দস্যু, খুনি বাহিনীতে পরিণত হয়েছে। তারা নাগরিকদের সুরক্ষার বদলে গুম করছে, নাগরিক অধিকার প্রতিষ্ঠার বদলে নাগরিকদের অধিকার হরণ করছে। তাই র‍্যাবকে অনতিবিলম্বে বিলুপ্ত করতে হবে। র‍্যাবসহ গুম ও খুনের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান, যুব অধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //