-646664c8a7d51.jpg)
বাংলাদেশ আওয়ামী লীগ। ছবি: ফাইল
সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে শান্তি সমাবেশ ডেকেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শুক্রবার (১৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন।
যদিও একই দিন ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ ও ২৭টি সাংগঠনিক জেলায় একযোগে সমাবেশ করবে বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
আওয়ামী লীগের পাশাপাশি এ দিন দলটির সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগও শান্তি সমাবেশ করবে।
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বেলা ১১টায় যাত্রাবাড়ী এলাকার কাজলা ব্রিজ মসজিদ সংলগ্ন স্থানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।