Logo
×

Follow Us

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার নয়, নতুন ব্যবস্থায় নির্বাচনের আহ্বান জিএম কাদের

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৩, ১৮:৫২

তত্ত্বাবধায়ক সরকার নয়, নতুন ব্যবস্থায় নির্বাচনের আহ্বান জিএম কাদের

বক্তব্য রাখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি: রংপুর প্রতিনিধি

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাহিরে নতুন ব্যবস্থার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারের নিয়ন্ত্রণে অনুষ্ঠিত নির্বাচনে সরকারের ইচ্ছা অনুযায়ী জয়-পরাজয় নির্ধারিত হচ্ছে। এ অবস্থা স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা হতে পারে না।

আজ বুধবার (২৪ মে) রংপুর সার্কিট হাউজে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেশে ডলার সংকট রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে মন্তব্য করে তিনি বলেন, সর্তক না হলে আগামীতে সরকারকে বড় ধরনের মাশুল গুনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫