
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি
আগামী নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যদি কোনো সংলাপ করতে হয় তা নির্বাচন কমিশনের মাধ্যমে করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব ফর উইমেন আয়োজিত সিএস ব্রিজ প্রোগ্রাম শেষে আজ শুক্রবার (১৪ জুলাই) দুপুরে সাংবাদিকদের কাছে এ মন্তব্যে করেন তিনি।
মন্ত্রী বলেন, সংলাপ নিশ্চয়ই নির্বাচন কমিশনের সাথে হতে পারে। যেহেতু নির্বাচন আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। বিএনপি চাইলে নির্বাচন কমিশনের কাছে যেতে পারে এবং তাদের বক্তব্য তুলে ধরতে পারে।
নির্বাচন কমিশন যদি ডাকে তাহলে আওয়ামী লীগও সংলাপে বসতে যাবে বলেও জানান মন্ত্রী।
এর আগে গত ৫ জুলাই প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ভোটে আসলে বিএনপির সঙ্গে সরকারের সংলাপ হতে পারে। তবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো আলোচনা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।