কৃষিমন্ত্রীকে ‘এক দফার’ লিফলেট দিলেন বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১৯:০০

জুমার নামাজের পর কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের হাতে লিফলেট তুলে দেন বিএনপি নেতা মিলন। ছবি : সংগৃহীত
জুমার নামাজের পর সারা দেশের মসজিদগুলোতে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালে নির্দলীয় সরকারের ‘এক দফা’ দাবির লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
আজ শুক্রবার (২১ জুলাই) রাজধানীর সার্কিট হাউস রোডের টিপটপ মসজিদে নামাজ শেষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের হাতেও এ লিফলেট তুলে দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ নেতাকর্মীরা।
জানা যায়, পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন জামে মসজিদে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদপুর এলাকায়, উত্তরে বিএনপির সদস্যসচিব আমিনুল হক মিরপুরের রূপনগর এলাকায়, ফজলুল হক মিলন সার্কিট হাউস মসজিদে প্রচারপত্র বিলি করেন।
এ প্রসঙ্গে ফজলুল হক মিলন বলেন, জুমার নামাজের পর লিফলেট বিতরণের কেন্দ্রীয় কর্মসূচি ছিল। আমি সার্কিট হাউস রোডের মসজিদে লিফলেট বিতরণ করেছি। নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেবের হাতেও লিফলেট তুলে দিয়েছি। আমি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনসহ আরও অনেক ভিআইপির হাতেও লিফলেট তুলে দিয়েছি।
তিনি বলেন, আমার বাসাও এই এলাকায়। ঢাকায় থাকলে টিপটপ মসজিদে নামাজ পড়ি। আজকেও নামাজ পড়েছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নামাজ শেষে লিফলেট বিতরণ করেছি।
লিফলেট নিয়ে কৃষিমন্ত্রী কোনো কথা বলেছেন কি-না, জানতে চাইলে তিনি বলেন, তিনি কোনো কথা না বলে হাসি দিয়ে চলে গেছেন। আসলে আমি ওই মসজিদের মুসল্লিদের হাতে লিফলেট তুলে দিয়েছি।
বুধবার দুই দিনের পদযাত্রা শেষে লক্ষ্মীপুরে কৃষক দলের এক নেতার হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। পরদিন বৃহস্পতিবার ছিল ঢাকাসহ সারা দেশে শোকমিছিল এবং আজ ছিল জুমার নামাজের পর লিফলেট বিতরণ।