সরকার ভিন্নমত দমনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসিকে নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, বিদেশ থেকে নজরদারি প্রযুক্তি কিনে জনগণের ওপর তার প্রয়োগ করছে সরকার। বিরোধীদল দমনে ইন্টারনেট শাটডাউন করা হচ্ছে, যা নাগরিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
আজ রবিবার (২৩ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির সমাবেশে ইন্টারনেট শাটডাউনসহ সকল ধরনের ডিজিটাল নির্যাতনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আন্দোলন সংগ্রাম সরকারের নির্যাতনের ঐসকল তথ্য প্রতিনিয়ত বিএনপি মিডিয়া সেল সাধ্যমত উন্মোচন করে আসছে। আন্দোলন সংগ্রামের এই তথ্য সমূহের অবাধ প্রবাহকে ক্ষমতাসীন সরকার ভয় পায়। সে কারণে তারা গণবিরোধী ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট (ডিএসএ) করেছে। এই গণবিরোধী আইনের বলে ইতিমধ্যেই শুধু বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী নয়, মুক্তমনা অনেক সাংবাদিক ও স্বাধীন নাগরিকরাও শিকার হয়েছে মিথ্যা মামলার। এতকিছুর পরেও ক্ষমতাসীন সরকার গণঅভ্যুত্থানের ভয়ে ভীত হয়ে প্রয়োগ করছে নতুন ডিজিটাল অস্ত্র ‘ইন্টারনেট শাটডাউন’।
তিনি বলেন, কর্তৃত্ববাদী সরকার বুঝতে পেরেছে যে, তাদের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে। তাই হামলা মামলার পাশাপাশি বিএনপির সমাবেশে ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে ডিজিটাল নির্যাতন শুরু করেছে।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারের নির্যাতন-নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের গতি ততই তীব্র হবে।
মির্জা ফখরুল আরও বলেন, অবৈধ সরকার স্মার্ট বাংলাদেশের নামে সকল রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে নাগরিকদের সাইবার জগতের সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে। তাদেরই অযোগ্যতা এবং চরম অদক্ষতার জন্য প্রায় ৫ কোটি নাগরিকের ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে গেছে।
এ সময় ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি ডিজিটাল সেবাকে বৈশ্বিক মানে উন্নীত করবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার পতনের চলমান একদফা আন্দোলনের সম্পূরক হিসাবে আমরা এই ফ্যাসিস্ট সরকার কর্তৃক ইন্টারনেট শাটডাউন, নজরদারি, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, মোবাইল ফোন তল্লাশিসহ সব ধরনের ডিজিটাল নির্যাতনের অপব্যবহারের তীব্র প্রতিবাদ জানাই।
এ সময় ডিজিটাল সিকিউরিটি আইনকে গণবিরোধী আখ্যা দিয়ে আইনটি অবিলম্বে বাতিলের দাবি জানান।
এ ধরনের সকল ডিজিটাল-নির্যাতনের প্রতিবাদে দেশের সব নাগরিকদের আজ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। দল নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ভোটাধিকার নিশ্চিতকরণে রাষ্ট্রের সকল ধরনের ডিজিটাল ক্ষমতাকে নাগরিক অধিকার-বান্ধব করে ঢেলে সাজানোর জোর দাবি জানাই।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সরকার ভিন্নমত দমন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি ইন্টারনেট শাটডাউন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh