Logo
×

Follow Us

রাজনীতি

নির্বাচনে প্রমাণ হবে কার কতো ভোট আছে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ২২:০১

নির্বাচনে প্রমাণ হবে কার কতো ভোট আছে: স্বাস্থ্যমন্ত্রী

বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা সংগঠন মানেন না, সংবিধান মানেন না, আপনারা অসাংবিধানিকভাবে কথা বলছেন। আসেন নির্বাচনের মাধ্যমে পরীক্ষা হয়ে যাক, কার কত শক্তি আছে, কার কতো ভোট আছে। 

আজ রবিবার (২৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আসুন নির্বাচনে পরীক্ষা দেন। তাহলে জানতে পারবেন দেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু আছে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, করোনার সময় কোথায় ছিলেন আপনারা? মানুষের কষ্টের সময় দুর্যোগের সময় আপনাদের জনগণ খুঁজে পাইনি। স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যারা বিরোধিতা করেছেন তাদেরকে আপনারা এমপি-মন্ত্রী বানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করেছেন। আপনারা এ দেশকে দেউলিয়া করেছেন। এদেশের কখনো ভালো চাননি আপনারা। এখন আপনারা হুমকি দেন আওয়ামী লীগ ও দলের নেতাকর্মীদের তাড়িয়ে দেবেন। আওয়ামী লীগ কোনো ছোট দল বা সংগঠন নয়, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হিমালয় পর্বতের মত দাঁড়িয়ে আছেন।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী, সাবেক পৌর-মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদের সাহার, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫