
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
জনদুর্ভোগ এড়াতে একদিন পিছিয়ে আগামী শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর আগে, আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আজ বুধবার (২৬ জুলাই) রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বিএনপি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার বেলা ২টায় নয়াপল্টনে পূর্বঘোষিত মহাসমাবেশের ঘোষণা দিচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, আশা করি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে কোন প্রতিষ্ঠান বাধার সৃষ্টি করবে না। আসন্ন নির্বাচনকে সামনে রেখে যে কোন গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করার অপচেষ্টা দেশবাসী মেনে নেবে না।
তিনি আরও বলেন, এমন অপচেষ্টার সঙ্গে নিয়োজিতরা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টিকারী হিসেবেই বিবেচিত হবেন। সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে পুলিশসহ ডিএমপিকে শুক্রবার এই শান্তিপূর্ণ মহাসমাবেশ সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাই।
প্রসঙ্গত, সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে সপ্তাহখানেক আগে ঢাকায় ২৭ জুলাই মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এ জন্য রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়ে আবেদন করেছিল দলটি।
কিন্তু দিনটি ‘কর্মদিবস’ উল্লেখ করে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেয় ডিএমপি। উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। সেখান থেকেই নতুন তারিখ ঘোষণা করলো দলটি।