নয়াপল্টনে নয়, সোহরাওয়ার্দীতে বিএনপির জনসমাবেশ

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার (৩১ জুলাই) বিএনপিকে জনসমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ রবিবার (৩০ জুলাই) রাতে দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করার কথা জানান। 

এর আগে, ডিএমপি কমিশনার বরাবর চিঠি দিয়েও জনসমাবেশের অনুমতি পায়নি বলে অভিযোগ দলটির। 

ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে সোমবার সারাদেশের সকল জেলা ও বিভাগীয় শহরে জনসমাবেশ করবে বিএনপি।

ঢাকায় জনসমাবেশটি বেলা ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে গতকাল শনিবার ঢাকার চারটি প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দলটির ৫ শতাধিক নেতাকর্মী আহত হয় ও ৭০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //