২০২২ সালে আওয়ামী লীগের আয়-ব্যয় কমেছে

আজ সোমবার (৩১ জুলাই) আওয়ামী লীগ নির্বাচন কমিশন সচিবালয়ে ২০২২ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব (আয়-ব্যয়ের হিসাব) প্রতিবেদন জমা দিয়েছে।

২০২২ সালে আওয়ামী লীগের আয় কমেছে ১০ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ২৩২ টাকা। নির্বাচন কমিশনের কাছে দলটির দেওয়া আয়-ব্যয়ের হিসাবে এ তথ্য জানা গেছে। 

আওয়ামী লীগের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২২ সালে দলের আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। ২০২১ সালে তাদের আয় ছিলো ২১ কোটি ২৩ লাখ টাকা। সে হিসেবে গত বছর আয় কমেছে দলটির।

অবশ্য আয়ের সাথে ব্যয়ও কমেছে দলটির। ২০২২ সালে তাদের ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। সে হিসেবে দলটির উদ্বৃত্ত রয়েছে ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৯৪ টাকা। নির্বাচন কমিশনে দেওয়া নথিতে আওয়ামী লীগ জানিয়েছে, এখন দলের মোট স্থিতি ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

২০২১ সালে দলটির ব্যয় করেছিলো ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা।

গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে পূর্ববর্তী বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এরআগে, বিএনপি ও জাতীয় পার্টিও তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //