Logo
×

Follow Us

রাজনীতি

শিগগিরই দেশে ফিরে আপিল করবেন তারেক: আইনজীবী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১৭:১৮

শিগগিরই দেশে ফিরে আপিল করবেন তারেক: আইনজীবী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় ৯ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী ডা. জুবাইদা রহমান শিগগিরই দেশে ফিরে রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

আজ বুধবার (২ আগস্ট) রায় ঘোষণার পর বিএনপি সমর্থিত আইনজীবী ও ঢাকা বারের সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ও তার স্ত্রী শিগগিরই দেশে ফিরবেন। দেশে ফিরে তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

এর আগে, বুধবার দুপুরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় পলাতক তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ৩ বছর কারাদণ্ড দেন আদালত।

একই সঙ্গে ২ কোটি ৭৪ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। তারা দুজন পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দুদকের দায়ের করা এই মামলায় ৫৬ সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এর আগে, গত ১৩ এপ্রিল পলাতক এ দম্পতির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।  

প্রসঙ্গত, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদক মামলা দায়ের করে। ওই সময় তিনি গ্রেপ্তারও হন।

পরে ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে যান। সেখানে তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এরপর তিনি আর দেশে ফেরেননি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫