
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুনিদের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিদেশিদের কাছে পাত্তা না পেয়ে বিএনপি হতাশ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, তাদের বক্তব্য মিথ্যাচার ছাড়া কিছুই না। আর দলটির হাঁটা মিছিল কর্মীদের চাঙ্গা করা ছাড়া কিছু নয়।
তথ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক রাজনীতির প্রভাবে তাদের চিন্তা হচ্ছে, পিছিয়ে পড়ছেন। জঙ্গি আটক করলে বিএনপির গাত্রদাহের কারন কি, সে প্রশ্নও করেন তিনি। এসব বক্তব্যে এটা প্রমাণিত যে, দেশে জঙ্গীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। তাদের জোটের মধ্যেও জঙ্গিদল রয়েছে।