ড. ইউনূসের পক্ষে বিবৃতি, বুদ্ধিজীবীদের সমালোচনায় তথ্যমন্ত্রী

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ‘হয়রানির’ প্রতিবাদে বিবৃতি দেয়া ৩৪ বিশিষ্ট ব্যক্তির সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রশ্ন তোলেন, শ্রমিকদের পক্ষে কেন তারা বক্তব্য দেননি।

টেলিভিশন ক্যামেরা অ্যাসোসিয়েশন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় সোমবার (২৮ আগস্ট) বিকেলে এ সমালোচনা করেন তিনি।

প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সরকারের আচরণের বিষয়ে গতকাল রবিবার এক বিবৃতিতে উদ্বেগ জানান দেশের ৩৪ নাগরিক। তার বিরুদ্ধে হয়রানিমূলক সব পদক্ষেপ ও একতরফা বিষোদগার বন্ধে সরকারের প্রতি আহবান জানান তারা।

এসময় টেলিভিশনসহ বেসরকারি গণমাধ্যমকর্মীদের সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার আহ্বান জানিয়েছেন হাছান মাহমুদ। এ ব্যাপারে উদ্যোগ নিতে গণমাধ্যম মালিকদের আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইন দীর্ঘদিন ধরে সংসদীয় কমিটিতে আছে। টেলিভিশন মালিকদের একটি অংশ গণমাধ্যমকর্মী আইন পাশ হওয়ার পক্ষে নন। বেসরকারি টেলিভিশনের ক্যামেরাপারসনরা যেন সঠিক বেতন পান, তা বিবেচনা করতে মালিকপক্ষের প্রতি অনুরোধ জানান হাছান মাহমুদ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //