বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় সরকারকে জবাব দিতে হবে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ভালো নেই দেশের মানুষ। মধ্য ও নিম্নবিত্ত পরিবারে হাহাকার উঠেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। দেখার যেন কেউ নেই।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কিছু দিন আগে কাঁচামরিচের দাম এক হাজার টাকা হয়ে গিয়েছিল, পেঁয়াজের দাম সাড়ে তিনশ টাকা পর্যন্ত হয়েছিল। বর্তমানেও পেঁয়াজের কেজি প্রায় একশ টাকা। ডিমের ডজন দেড়শ থেকে দুশ পর্যন্ত ওঠা-নামা করছে।
জিএম কাদের বলেন, মাছ, মাংস ও দুধ খাওয়া ছেড়েই দিয়েছেন সাধারণ মানুষ। যে কোনো সবজির কেজি প্রায় একশ টাকা। বাজারে গেলে মানুষ অসহায় হয়ে পড়েন। মানুষের আয় বাড়েনি মোটেও কিন্তু প্রতিদিনই খরচ বাড়ছে। সংসার চালাতে হিমশিম অবস্থা।
তিনি বলেন, শিশুদের জন্য দুধ ও ওষুধ কিনতে পারে না সাধারণ মানুষ। ডেঙ্গু জ্বরের স্যালাইনসহ বিভিন্ন ওষুধ চাহিদামতো পাওয়া যাচ্ছে না। কষ্টের কথা দেশের মানুষ মুখ খুলে বলতেও পারেন না।
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, সরকার অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষ বুঝতে চায় সরকার কেন সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা মনে করছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো পরিকল্পনা নেই। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বাজার দ্রব্যমূল্য সরকার জাতীয় পার্টি জিএম কাদের
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh