‘বিদেশিদের দেওয়া বিবৃতি অর্থ দিয়ে কেনা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
ড. ইউনুসের মামলার বিষয়ে বিদেশিদের বিবৃতি দেওয়া প্রসঙ্গে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে একজনের নামে আদালতে মামলা হয়েছে, বিচার চলছে, সেই বিচারের ব্যাপারে অন্য দেশের কোনো নাগরিক বা কোনো কর্মকর্তারা কোন কথা বলতে পারেন না। এটা আসলে সরাসরি বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়।
তিনি আরো বলেন, যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত বিবৃতি দিয়েছেন এটা আমাদের দেশের মানুষ মনে করে যে এই সমস্ত বিবৃতি অর্থ দিয়ে কেনা হয়েছে। কারণ ওই সমস্ত মানুষগুলো এই বিচার সম্পর্কে কিছুই জানে না।
আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, ড. ইউনুসের বিরুদ্ধে তারই কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য শ্রম আদালতে মামলা করেছে। সেই মামলায় এখন বিচার চলছে। এই বিষয়টা না জেনে যারা সরকারকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছে এটা আসলে পরিষ্কারভাবে বোঝা যায় অর্থ দিয়ে বিবৃতি কেনা হয়েছে সরকারকে চাপ সৃষ্টি করে বিচারব্যবস্থা বন্ধ করার জন্য, এছাড়া, আর কিছুই নয়।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা, কৃষকদের প্রণোদনা হিসেবে পেঁয়াজ, মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবউল আলম হানিফ।
বেগম খালেদা জিয়া মারা গেলে এই সরকারের বিচার করা হবে মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, মির্জা ফখরুলরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুই দুইবার ক্ষমতায় থাকতে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যার আজ পর্যন্ত বিচার করেনি। যারা নিজ দলের প্রতিষ্ঠাতার হত্যারই বিচার করে নাই, করার আগ্রহ প্রকাশ করে নাই বা করতে পারে নাই তাদের কাছে কোনো ব্যক্তিরই বিচার হওয়ার কোনো সুযোগ নাই।
এসময় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কুষ্টিয়া আওয়ামী লীগ মাহবুবউল আলম হানিফ রাজনীতি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh