নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৫ পিএম
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৫ পিএম
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ জন কর্মকর্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন। এই ২৫ কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর সাবেক ১৯ জন, নৌবাহিনীর সাবেক ২ জন এবং বিমানবাহিনীর সাবেক ৪ জন কর্মকর্তা রয়েছেন।
আজ রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ আরো অনেকে।
বিএনপিতে যোগ দেওয়া সাবেক কর্মকর্তাদের নামের তালিকা নিচে দেওয়া হলো।
সেনাবাহিনীর ১৯ কর্মকর্তা-
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর, কমান্ডো-৪
কর্নেল (অব.) আব্দুল হক
লেফট্যানেন্ট কর্নেল (অব.) আইয়ুব
লেফট্যানেন্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান
লেফট্যানেন্ট কর্নেল (অব.) নওয়াজ
লেফট্যানেন্ট কর্নেল (অব.) মুস্তাফিজ
লেফট্যানেন্ট কর্নেল (অব.) সাঈদ আলম
লেফট্যানেন্ট কর্নেল (অব.) রাশেদ
মেজর(অব.) আজিজ রানা
মেজর (অব.) কোরবান আলী
মেজর (অব.) বজাকিউল
মেজর (অব.) আফাজ
মেজর (অব.) মোরতাজা
মেজর (অব.) ছাব্বির
মেজর (অব.) তানভীর
মেজর (অব.) আল আমিন
মেজর (অব.) মনিরুজ্জামান
ক্যাপ্টেন: (অব.) গণিউল আজম
লেফট্যানেন্ট ইমরান
নৌবাহিনীর ২ কর্মকর্তা-
রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান
কমডোর (অব.) মোস্তফা সহিদ
বিমানবাহিনীর ৪ কর্মকর্তা-
এয়ার কমোডর (অব.) শফিক
এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম
স্কোয়াডেন লিডার (অব.) আকতার হাফিজ খান
স্কোয়াডেন লিডার (অব.) শফিকুল ইসলাম
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh