ডেঙ্গু সচেতনতা বাড়াতে ৩ দিনের কর্মসূচি দিলো বিএনপি

ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দেশের সব মহানগরে এ কর্মসূচি পালিত হবে।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে আগামীকাল ১২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন ঢাকাসহ সব মহানগরে লিফলেট বিতরণ করবে বিএনপি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

তিনি বলেন, ডেঙ্গুতে মৃত্যু কমছে না। সারা বছর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। তবে বর্ষা ও শরৎ মৌসুমে এটি বৃদ্ধি পায়। চলতি সেপ্টেম্বরের শুরু থেকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //