ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বারিধারায় বৃটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৃটিশ হাইকমিশনারের সঙ্গে এই বৈঠকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এ সময় সারাহ কুকের সঙ্গে বৃটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর টিমোথি ডকেট উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh