সংলাপের দাবিতে জাতীয় ঐক্যজোটের মানববন্ধন

জাতীয় সংলাপ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় ঐক্যজোট। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টির চেয়ারম্যান, স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান বিচারপতির আইনি মতামত গ্রহণপূর্বক সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদের অধীনে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত করে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে ও সমঝোতা প্রস্তাব অনুযায়ী বিদ্যমান জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে সকল দলের অংশগ্রহণে নিশ্চিত করে জাতীয় সংলাপ এখন সময়ের দাবি।

তিনি বলেন, সংঘাত, সংঘর্ষ নয়, সংলাপ, সমঝোতা ও সমন্বয়ই এখন অতি জরুরি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা এখন অনিবার্য হয়ে পড়েছে।

মানববন্ধন সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের মুখপাত্র ও বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত)।

তিনি বলেন, প্রতিহিংসা নয়, সহমর্মিতা ও দেশপ্রেমই পারে সকলকে ঐক্যবদ্ধ করতে এবং এটি দেশের রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র উপায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের কো-চেয়ারম্যান ও হিউম্যানিস্ট পার্টির মহাসচিব ড. সুফি সাগর সামস, বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের চেয়ারম্যান খাজা মহিবউল্লাহ শান্তিপুরী, বাংলাদেশ জাতীয় ঐক্য জোটের কো- চেয়ারম্যান ও জাতীয় মুক্তি দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব মো. মনিরুজ্জামান স্বাধীন, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক কালী পদ চক্রবর্তী, বাংলাদেশ জাস্টিস পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন কবির রাশেদ।

আরো বক্তব্য রাখেন, মানবাধিকার আন্দোলনের মহাসচিব অধ্যাপক নোমান চৌধুরী, জাতীয় মুক্তি দলের মহাসচিব মো. আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদসহ বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের কেন্দ্রীয় নেতারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //