বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার নির্বাচিত নয়। তারা জোর করে ক্ষমতায় টিকে আছে। তারপরও তাদের শখ মিটেনা। তারা আবার অবৈধ পথে ক্ষমতায় থাকতে চায়। দয়া করে ক্ষমতা ছেড়ে দিন। না হয় দেশের মানুষ আপনাদেরকে টেনে হেছড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিবে।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টায় দিনাজপুর শহরের অদূরে বটতলি ট্রাক টার্মিনাল মাঠে আয়োজিত ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে তারুণ্যের রোডমার্চ শেষে সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবার বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। আর দেশের মানুষকে বোকা বানাতে পারবে না। দেশের সকল বিরোধী রাজনৈতিক দল ইসলামী দলগুলো, বামফ্রন্টসহ কেউ আওয়ামী সরকারের অধীনে নির্বাচনে যাবে না।
মির্জা ফখরুল বলেন, এবার মানুষ ঘুরে দাড়িয়েছে। ১৬ বছরে সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তারেক রহমান ও তার স্ত্রীকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। আজ ৪০ লাখ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তাই একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, তারা বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে গিলে ফেলেছে। বিএনপির প্রথম সারির কয়েককজন নেতাকে ফরমায়েশি রায় দিয়ে সাজা প্রদান করা হয়েছে। এই অবৈধ সরকার বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ দলীয়করণ করে ফেলেছে। আমাদের ছেলেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। আর সেই মামলায় যখন নিম্ন আদালতে জামিন নিতে যায়, তখন তাদেরকে জামিন না মঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করে দেয়। দেশের মানুষ ও আন্তর্জাতিক বিশ্ব বলছে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন ভালো হয়নি। তাই এবার অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। সকলের নিকট গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। বিরোধী দলীয় নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে, যেন নির্বাচনের মাঠে কেউ থাকতে না পারে। এবার তরুণ সমাজ জেগে উঠেছে, তাই এই অবৈধ সরকারের সংসদ বিলুপ্ত করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে।
তিনি আরও বলেন, ভোটের অধিকার হলো আমাদের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার হরণকারী সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। শেখ হাসিনার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জনগণের এক দফা দাবি শেখ হাসিনাকে পদ ত্যাগ করতে হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh