পূর্ব ঘোষিত সমাবেশের জন্য নির্ধারিত স্থানে তৈরি করা মঞ্চ ভেঙে দেওয়ায় রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে অনুষ্ঠেয় আজ সোমবারের (২৫ সেপ্টেম্বর) সমাবেশ বাতিল করেছেবিএনপি। সমাবেশের পরবর্তী তারিখ ঘোষণা করা হয়েছে ২৮ সেপ্টেম্বর।
আজ বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
তিনি বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমিনবাজারে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সমাবেশ করার কথা ছিল। সমাবেশের জন্য নির্ধারিত স্থানে মঞ্চও তৈরি করা হয়েছিল। রাতের অন্ধকারে পুলিশ সেই মঞ্চ ভেঙে নিয়ে গেছে। আজ সকালে আমরা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের জানান, একই জায়গায় আওয়ামী লীগও সমাবেশ করতে চায়। তাই সমাবেশ করা যাবে না। এ কারণে সমাবেশ স্থগিত করে দলের বৈঠকে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, ২৮ সেপ্টেম্বর আমিনবাজারে সমাবেশ হবে। আমরা তিন-চারটি জায়গা নির্বাচন করেছি। এর মধ্য যেকোনো একটিতে জায়গায় সমাবেশ হবে।
ঢাকার আরেক প্রবেশমুখ ধোলাইখাল এলাকায় বিএনপির আজকের সমাবেশের কর্মসূচি বহাল রয়েছে।
তবে মঞ্চ ভাঙার অভিযোগটি সত্য নয় জানিয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহেল কাফী বলেন, বিএনপির সমাবেশের কোনো অনুমতি ছিল না। তাছাড়া একইস্থানে আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। দুই পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে-এই আশঙ্কা থেকে এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আমিনবাজার বিএনপির সমাবেশ বিএনপি সমাবেশ বাতিল
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh