রাজধানীর বিভিন্ন থানায় জামায়াতের বিক্ষোভ

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

আজ বুধবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ ও সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। 

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে শাহবাগ থানার বিক্ষোভ মিছিলটি রাজধানীর সেগুনবাগিচা থেকে শুরু হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে ঢাকা রিপোটার্স ইউনিটির সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য আহসান হাবিব, শাহীন আহমদ খান, অ্যাডভোকেট মাহফুজুল হক, আব্দুস সাত্তার সুমন, মুজিবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তাকরিম হাসান প্রমুখ। 

এদিকে, ঢাকা মহানগরী দক্ষিণ খিলগাঁও থানা জামায়াতে উদ্যোগে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ থানার উদ্যোগে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য আবু নাবিল, আবু মাহি, মতিউর রহমান, বনি ইয়ামিন, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম, ইসাহাক নাবা, রওশন জামিল প্রমুখ নেতৃবৃন্দ। 

ডেমরা থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা থানা। এছাড়াও মতিঝিল থানা, যাত্রাবাড়ী থানা, মুগদা, পল্টন, রমনা, গেন্ডারিয়াসহ রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে মিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //