তথ্যমন্ত্রীর প্রশ্ন
খালেদা জিয়াকে যদি বাসায় নেয়া সম্ভব না হয় তাহলে কিভাবে বিদেশে নেবে, বিএনপি নেতাদের প্রতি এমন প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রশ্ন রাখেন তিনি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের অবস্থা নিয়ে যে মেডিকেল বোর্ড কথা বলেছে তারা দলীয় মেডিকেল বোর্ড। তারা বিএনপির মতই কথা বলে।
পদ্মাসেতু নিয়ে বিএনপির বিরোধীতার কথা স্মরণ করে হাছান মাহমুদ বলেন, পদ্মাসেতু নিয়ে হাজারও বিরোধীতা করার পরেও লজ্জা ভেঙ্গে বিএনপি পদ্মা সেতুতে উঠেছে।
এবার বিএনপি নেতাদের পদ্মাসেতুর রেল ব্রিজ দিয়ে ওপারে যাবার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পদ্মাসেতু বিএনপি ড. হাছান মাহমুদ খালেদা জিয়া
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh