আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সদস্যরা।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে প্রতিনিধি দলের তিন সদস্য ধানমন্ডি কার্যালয়ে যান।
মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ইশা গুপ্তা, ড্যানিয়ে মারকেই এবং জিওফ্রে ম্যাকডোনাল্ড। তাদের কার্যালয়ে স্বাগত জানান আওয়ামী লীগের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী।
এরই মধ্যে মার্কিন প্রতিনিধিদল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে। উভয়পক্ষের মধ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে আলাপ হতে পারে।
উল্লেখ্য, এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আওয়ামী লীগ কার্যালয় মার্কিন প্রতিনিধি দল
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh