Logo
×

Follow Us

রাজনীতি

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৯:১৯

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে পুনরায় কেবিনে আনা হয়।

খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ম্যাডামকে সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হচ্ছে। তাদের নির্দেশনাতেই সিসিইউতে নেওয়া হয়েছিল এবং কিছু পরীক্ষা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫