আ. লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে থাকছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শেষে গণভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। কো- চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করবো। ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে৷ গতবারও ১৪টি ছিল। লোক হয়ত পরিবর্তন হবে।

তিনি আরও বলেন, এবার মনোনয়ন ফরমের দাম বাড়ানো হয়েছে৷ গতবারের ৩০ হাজার টাকার পরিবর্তে এবার ৫০ হাজার টাকা ফরমের দাম নির্ধারণ করা হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা চাইলে অনলাইনেও ফরম তুলতে পারবেন বলেও জানান ওবায়দুল কাদের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //