অবরোধের সমর্থনে ঢাবি ছাত্রদলের মিছিল

বিএনপির ডাকা চতুর্থ ধাপের অবরোধের প্রথম দিন বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ রবিবার (১২ নভেম্বর) সকাল ৭টায় কাটাবন এলাকায় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে এ মিছিল করা হয়।

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, গণেশ চন্দ্র রায়, আমিনুল ইসলাম, মাসুম বিল্লাহ (এফ.আর হল), নাহিদুজ্জামান শিপন, সোহেল রানা, আব্দুল হান্নান তালুকদার, আব্দুর রহিম রনিসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মিছিল শেষে খোরশেদ আলম সোহেল বলেন, গণমানুষের ভোটের অধিকার আদায়ে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা চতুর্থ ধাপের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির প্রথম দিনের সকালে কাঁটাবন থেকে নীলক্ষেত রাস্তা অবরোধ করে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করি আমরা। ইনশাআল্লাহ, আমরা দাবি আদায়ে সফল হবো।

যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক বলেন, ফ্যাসিজমের যাঁতাকলে পিষ্ট হয়ে দেশ আজ গভীর সংকটের মধ্যে পতিত হয়েছে। সেই সংকট থেকে উত্তরণের জন্য বিএনপি যে এক দফা কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমেছে তা সর্বাত্মকভাবে পালণে বদ্ধপরিকর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সর্বাত্মক লড়াই-সংগ্রাম চালিয়ে যাবো। কোন রক্তচক্ষুই আমাদেরকে দমাতে পারবে না। ইনশাআল্লাহ অচিরেই গণতন্ত্রের বিজয় হবে, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //