নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন ওরফে মুক্তারকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১।
গতকাল শনিবার (১১ নভেম্বর) রাত রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রবিবার (১২ নভেম্বর) র্যাব-১ এর অপস অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রুহুল আমিন নওগাঁ জেলায় নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি। মামলা দায়েরের পর থেকে তিনি রাজধানীতে আত্মগোপন করে ছিলেন। পরে অভিযান চালিয়ে খিলক্ষেত এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাজধানী যুবদল গ্রেপ্তার রাজনীতি নওগাঁ জেলা যুবদল
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh