সংলাপের আমন্ত্রণ বার্তা নিয়ে বিএনপি কার্যালয়ে ২ নভেম্বর যান নির্বাচন কমিশনের বার্তাবাহক মো. মহসিন। বিএনপি কার্যালয় তালাবদ্ধ থাকায় গেইটের ভেতরে চিঠি রেখে চলে যান ইসির ওই বার্তা বাহক। এরপর থেকে প্রতিদিনই বিএনপির তালাবদ্ধ কার্যালয়ের ভেতরে থাকা চেয়ারে ওই চিঠি পড়ে থাকতে দেখা যেতো। তবে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) আর সেই চিঠিটি দেখা যায়নি। চেয়ারটি ফাঁকা পড়ে আছে।
পুলিশি পাহাড়ায় থাকা বিএনপি কার্যালয়ের ভেতর থেকে চিঠি কোথায় গেল এমন প্রশ্নে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে বলেন, কী করে বলব? আমরা বিএনপি অফিসে ঢুকিও না, বেরও হই না। বিএনপির কার্যালয়ে তালা তারাই দিয়েছেন, আমরা জানি না। আর রক্ষণাবেক্ষণও তারাই করে। পুলিশ বিএনপির কার্যালয়ে ডিউটি করে না, পাশের রাস্তায় করে। আর এটা রেগুলার ডিউটি। তাই কার্যালয়ের ভেতরে কি হয়েছে সেটা আমরা বলতে পারি না।
তবে নির্বাচন কমিশনের পাঠানো চিঠি তারা পাননি এবং কারা নিয়েছেন তা বিএনপি জানে না বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করেছেন সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
তিনি বলেন, নির্বাচন কমিশন জানে না বিএনপির মতো রাজনৈতিক দলকে কীভাবে চিঠি দিতে হয়। আমরা তো কার্যালয়ে যেতেই পারি না আর সেই চিঠি কীভাবে আনবো। এগুলো পুলিশ, নির্বাচন কমিশন ও প্রশাসন জানে। সবকিছুই শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে তারা করছে। চিঠি আনা তো পরের বিষয় একটা পাগল গেলেও তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ বিএনপির সংঘর্ষের পর থেকেই তালাবদ্ধ হয়ে থাকে নয়াপল্টনের বিএনপির কার্যালয়। সেই সঙ্গে থাকে পুলিশের কড়া অবস্থান।
দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেষবারের মতো সংলাপে বসতে বৈঠক আহ্বান করে নির্বাচন কমিশন (ইসি)। আর সেই আমন্ত্রণ বার্তা পৌঁছানো হয় নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে। বিএনপি ছাড়া বাকি দলগুলো চিঠি পেয়ে উত্তরে তাদের অবস্থানও জানিয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিএনপি কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ ইসি চিঠি উধাও
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh