Logo
×

Follow Us

রাজনীতি

জাতীয় পার্টির মনোনয়ন

দুই আসনে প্রার্থী জি এম কাদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১৮:২৩

দুই আসনে প্রার্থী জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। 

আজ সোমবার (২৭ নভেম্বর) বিকাল চারটায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের ঘোষণা করার কথা থাকলেও পরে বিকাল সাড়ে ৫টায় নাম ঘোষণা শুরু হয়। 

দলের চেয়ারম্যান জি এম কাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে।

জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের মনোনয়ন পেয়েছেন ঢাকা-১৮ আসনে। শেরিফা কাদের বর্তমান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি।

দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু মনোনয়ন ঘোষণা করছেন।

প্রার্থীদের হাতে চূড়ান্ত মনোনয়নপত্র দেওয়া হবে সন্ধ্যা সাতটায়।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫