Logo
×

Follow Us

রাজনীতি

চলতি সপ্তাহে বিএনপির নতুন কর্মসূচি আসবে: জয়নুল আবেদীন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ১৫:৫৩

চলতি সপ্তাহে বিএনপির নতুন কর্মসূচি আসবে: জয়নুল আবেদীন

বিএনপির লোগো। ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ফারুক বলেছেন, মন্ত্রিসভা গঠন করলেও সরকার স্বস্তিতে নেই। চলতি সপ্তাহেই রাজপথের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

আজ শনিবার (১৩ জানুয়ারি) দলের পরবর্তী কর্মসূচি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন দলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ফারুক।

তিনি জানান, মন্ত্রিসভা গঠন করলেও স্বস্তিতে নেই সরকার। জোটের শরিকদের সঙ্গে আলোচনা শেষে চলতি সপ্তাহেই আসছে নতুন কর্মসূচি।

এদিকে, শুক্রবার পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ডামি নির্বাচনে ডামি সরকার গঠিত হয়েছে। কোন আসনে কে পাস, কে ফেল তা পূর্বনির্ধারিত।

রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে ডামি নির্বাচনের নামে যেই সংসদের জন্ম দিয়েছে ভবিষ্যতে প্রতিটি টাকার হিসাব দিতে হবে উল্লেখ করে রিজভী বলেন, মৌলিক অধিকার হরণ করে নিপীড়নের সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করছে ক্ষমতাসীনরা। এই সরকারের বিদায় হবে গণ-আন্দোলনের মাধ্যমে। এসময় সরকারের ঘোষিত স্মাট যাত্রাকে প্রহসন বলেও মন্তব্য করেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫