Logo
×

Follow Us

রাজনীতি

১২ মামলায় বিএনপি নেতা ইশরাকের জামিন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৭

১২ মামলায় বিএনপি নেতা ইশরাকের জামিন

ইশরাক হোসেন। ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সহযোগী পরিচয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিয়ান আরাফির সংবাদ সম্মেলনে থাকা ও নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানার নাশকতার ১২ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এ জামিন দেন।

এর আগে ২৮ অক্টোবর সন্ধ্যায় হঠাৎ হাইকোর্টে এসে জামিন চেয়ে আবেদন করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ইশরাক হোসেনের পক্ষে জামিন আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান এ আবেদন করেন।

 বিএনপির ডাকা ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর রাজধানীর রমনা, পল্টনসহ বিভিন্ন থানায় এসব মামলা হয় ইশরাক হোসেনের বিরুদ্ধে। এদিকে বৃহস্পতিবার নাশকতার ছয় মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ ৬০ নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫