Logo
×

Follow Us

রাজনীতি

পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়: কাদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ১৪:১৬

পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহনে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তবে এটি নিয়ন্ত্রণ করতে হবে।  

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন করার প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়ম সব দেশেই আছে। সড়ক পরিবহন মন্ত্রী জানান, ঈদের তিনদিন আগে ও ৩ দিন পরে সড়ক- মহাসড়কে ট্রাক ও লরি চলাচল বন্ধ থাকবে। 

ঈদের আগে সড়ক দুর্ঘটনা কম থাকে। কিন্তু নজরদারি না থাকায় ঈদের পরে দুর্ঘটনা বেড়ে যায় বলেও জানান তিনি। 

সভায় যানজট ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন ওবায়দুল কাদের। প্রস্তুতি সভায় জানানো হয়, সারাদেশে সম্ভাব্য ১৫৫টি দুর্ঘটনার স্পট চিহ্নিত করা হয়েছে। সেই সাথে সারাদেশে ঈদের আগে ৭ দিন ও ঈদের পর ৫ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টাই খোলা থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫