Logo
×

Follow Us

রাজনীতি

নিখোঁজ ইলিয়াস আলীর বাসায় বিএনপি নেতারা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ১৬:৪৩

নিখোঁজ ইলিয়াস আলীর বাসায় বিএনপি নেতারা

বনানীর ইলিয়াস আলীর বাসায় বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবারের খোঁজ নিতে বাসায় গেছেন দলটির নেতারা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানী এলাকায় ইলিয়াস আলীর বাসভবনে যান তারা। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। 

রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়ালসহ নেতারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫