Logo
×

Follow Us

রাজনীতি

ওমরাহ শেষে দেশে ফিরলেন ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১৬:৩৩

ওমরাহ শেষে দেশে ফিরলেন ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ হজ পালন শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (৮ মে) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আল্লাহর ঘরে বসে দেশবাসীর জন্য দোয়া করেছি। আপনারা আমার জন্য দোয়া করেছেন। এর বেশি কিছু বলার নেই। ধন্যবাদ সবাই ভালো থাকুন।

এর আগে, গত ২ মে ওমরার উদ্দেশ্যে স্ত্রী রাহাত আরাকে নিয়ে সৌদি আরব যান মির্জা ফখরুল। পরে মদিনায় গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন।

শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব। শনিবার এশার নামাজের পর সৌদি আরবের মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫