Logo
×

Follow Us

রাজনীতি

‘বাংলাদেশ ব্যাংকে থলের বিড়াল বের হচ্ছে’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৪, ২০:৩১

‘বাংলাদেশ ব্যাংকে থলের বিড়াল বের হচ্ছে’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমায় বাংলাদেশ ব্যাংকে থলের বিড়াল আস্তে আস্তে বের হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার (১৫ মে) রাজধানীর বিজয়নগর এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের আর্থিক অবস্থা চরম সংকটাপন্ন। রিজার্ভ কমে ১৩ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। আমদানি করার জন্য যে টাকা দরকার, তা নেই। এসব তথ্য সাংবাদিকরা যাতে না জানতে পারে, সেজন্য বাংলাদেশ ব্যাংকে তাদের প্রবেশে বিধিনিষেধ দেওয়া হয়েছে। এখন বোঝা যাচ্ছে কী ধরনের সর্বনাশ হয়েছে বাংলাদেশ ব্যাংকে। থলের বিড়াল এখন আস্তে আস্তে বের হতে শুরু করেছে।

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, আমরা একটি কঠিন সংকটের মধ্যে দিনযাপন করছি। আমাদের কথা বলার স্বাধীনতা নেই। চলাচলের স্বাধীনতা নেই। সভা সমাবেশ করতে পারি না। এক কঠিন ভয়াবহ মধ্যে দেশ নিপতিত হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫