ছাত্রলীগের কর্মসূচি নির্ধারণে প্রস্তুতি সভা আজ

শোকের মাস আগস্ট পালনে মাসব্যাপী কর্মসূচি নির্ধারণে প্রস্তুতি সভা আহ্বান করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আজ মঙ্গলবার (৩০ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হবে।

গতকাল সোমবার (২৯ জুলাই) রাতে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বাঙালির চিরতম দুঃখের মাস আগস্টে বাংলাদেশ ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি নির্ধারণের উদ্দেশ্যে ৩০ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় (২৩, বঙ্গবন্ধু এভিনিউ) একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

এতে উক্ত প্রস্তুতি সভায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, আবুজর গিফারী কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং মুগদা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //