Logo
×

Follow Us

রাজনীতি

ছাত্রদের আন্দোলনে সব রকমের সহযোগিতা করা হবে: ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১৩:৫০

ছাত্রদের আন্দোলনে সব রকমের সহযোগিতা করা হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের আন্দোলনে শুধু সমর্থন নয়, সব রকমের সহযোগিতা করা হবে। একইসঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

আজ শনিবার (৩ আগস্ট) সকালে কারাগারে থাকা বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খানের বাসায় যান মির্জা ফখরুল। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

বিএনপি মহাসচিব বলেন, দেশে একটি গণজাগরণ শুরু হয়ে গেছে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের জনগণ একসঙ্গে যোগ দিয়েছে। এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে, ভয়কে উপেক্ষা করে মানুষ একসঙ্গে যোগ দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, এবার তরুণরা জেগে উঠেছে। তাদের এই জাগরণ পরাজিত হওয়ার কোন সুযোগ নেই। এই অত্যাচার পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানাচ্ছে। এই আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে।

বিএনপির নেতাকর্মীসহ অন্য যাদের গত এক মাস ধরে গ্রেফতার করা হয়েছে, তাদের পরিবার অমানবিক জীবনযাপন করছে। স্বজনদের কাছে ওষুধপত্রও পাঠাতে দেওয়া হচ্ছে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫