জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের পট পরিবর্তনে প্রত্যেক নাগরিকের জীবনে স্বস্তি এসেছে। সেই সঙ্গে তিনি বলেন, পরবর্তীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আগের মতো জালিম না হয়। সবাইকে অতীত থেকে শিক্ষা নিতে হবে।
আজ সোমবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজখবর নেয়াসহ আর্থিক অনুদান প্রদান শেষে এসব কথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, পরবর্তীতে সরকারে যে আসবে সে যেন জালিমদের পথ অনুসরণ না করে। একই গর্তে বারবার যাতে পা না পড়ে। মানুষের সঙ্গে জুলুম করলে কী পরিণত হয়, আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতকে অতীত থেকে তার শিক্ষা নিতে হবে।
আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, বুলেটের আঘাতে যারা চলে গেলেন, আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে, আল্লাহ আমাদের নাজাতের সুযোগ দিয়েছেন। এ সময় আন্দোলনে আহতদের সহায়তায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের আমির।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জালিম সরকার সরকার জামায়াতে ইসলামী বাংলাদেশ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh