Logo
×

Follow Us

রাজনীতি

বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গণিকে অব্যাহতি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১৩:৫৭

বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গণিকে অব্যাহতি

কাদের গণি চৌধুরী। ফাইল ছবি

বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২৬ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল ও সদস্যসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরীকে দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেলের সদস্যপদ ও সেলের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।

তবে, কাদের গণি চৌধুরী বিএনপির সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে এখনও বহাল আছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫