বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (২৬ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল ও সদস্যসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরীকে দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেলের সদস্যপদ ও সেলের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।
তবে, কাদের গণি চৌধুরী বিএনপির সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে এখনও বহাল আছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিএনপি মিডিয়া সেল অব্যাহতি কাদের গণি
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh