কেটলি প্রতীকে ইসির নিবন্ধন পেল মান্নার নাগরিক ঐক্য

অবশেষে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পেল মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। নির্বাচন কমিশন সচিবালয় আজ সোমবার (২ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়েছে, নাগরিক ঐক্যের দলটির প্রতীক হবে কেটলি।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে ২০১২ সালে আত্মপ্রকাশ করে নাগরিক ঐক্য। নিবন্ধন না থাকলেও একাদশ সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নিয়েছিল দলটি।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আরো কয়েকটি দলের সঙ্গে নাগরিক ঐক্যও নিবন্ধন চেয়ে আবেদন করেছিল। তখন নামসর্বস্ব দুটি দলকে নিবন্ধন দেওয়া হলেও অন্যদের না দেওয়ায় রাজনীতির অঙ্গনে সমালোচনা হয়েছিল।

এর আগে, এর আগে আজ দুপুরে গণঅধিকার পরিষদকে (জিওপি) নিবন্ধন দেয় ইসি। দলটির জন্য 'ট্রাক' প্রতীক দেয়া হয়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করে গত ২৮ আগস্ট সাত দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি মো. নুরুল হক (নুর)।

এ নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৪৭ এ দাঁড়াল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh